সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টায় রাবি শিক্ষক সমাজের নিন্দা

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

সম্প্রতি কুমিল্লায় কথিত ‘কোরআন অবমাননা’র অভিযোগে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা, প্রাণহানি ও প্রতিমা ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছেন জোটটির শিক্ষকরা। 

আজ রোববার সকালে প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক ড. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার ঘটনাটি নিন্দনীয়। এর সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীসহ দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপে হামলাকারীদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়ানোর জন্য কিছু স্বার্থান্বেষী মহল অপচেষ্টা অব্যাহত রেখেছে। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, রংপুরের পাগলাপীর, রামুর বৌদ্ধ মন্দিরে যে হামলা হয়েছিল, সাম্প্রতিক ঘটনাটি সেসব ঘটনার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে মনে করে সংগঠনটি।

তাই এসব ঘটনার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে শান্তির দাবি জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন