বিশ্বকাপ টিকিটের আরো কাছে ব্রাজিল, জয়রথে আর্জেন্টিনা

বণিক বার্তা অনলাইন

বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজ দেশে অনুষ্ঠিত ম্যাচে পেরুকে ১ গোলে হারিয়েছে স্বাগতিক আর্জেন্টিনা। আজ ভোরে বাছাইপর্বের আরেক ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে ব্রাজিল।

 

বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে পেরুর বিপক্ষে ৪-৩-৩ ছকে মাঠে নামেন লিওনেল স্কালোনির শিষ্যরা। শুরু থেকে আক্রমণ শাণাতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষের ৩ মিনিট আগে গোলমুখ খুলতে সমর্থ হন মেসিরা। ৪২ মিনিটে রাইটব্যাক নাহুয়েল মলিনার বাড়িয়ে দেয়া ক্রসে হেড দিয়ে বল জালে জড়িয়ে দেন ইন্টার মিলান স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ।

 

৬৬ মিনিটে পেরু পেনাল্টি পায়। মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুনের শট ক্রসবারে লাগলে সমতায় ফেরার সুযোগ হারায় সফরকারীরা। এছাড়া আরো দুটি গোল বাতিলের খাতায় চলে যায় আর্জেন্টিনার। ক্রিস্টিয়ান রোমেরোর হেডে দেয়া গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে আর গুইদো রদ্রিগেজের গোল জালে জড়ানোর আগেই রেফারি ফাউলের বাঁশ বাজান।

১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। যথারীতি ব্রাজিল রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে।

 

কলম্বিয়ার মাঠে ড্রয়ের হতাশা কাটিয়ে এবার শক্তিশালী উরুগুয়েকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল। দলের তারকা স্ট্রাইকার নেইমার খেলা শুরুর মাত্র ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ১৮ মিনিটে লুকাস প্যাকেতার পাস থেকে নেয়া নেইমারের শট ফিরে এলে ফিরতি শটে গোল করতে ভুল হয়নি রাফিনহার। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে নেইমারের সহায়তায় ফের গোল পান রাফিনহা। ৮২ মিনিটে বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল বারবোসার ব্রাজিলের জয় সুনিশ্চিত করার আগে উরুগুয়েকে সান্ত্বনাসূচক গোল এনে দেন সুয়ারেজ। ৭৭ মিনিটে ফ্রিকিক থেকে দেয়া তার দারুণ গোলটি পরাজয়ের ব্যবধান কমায় মাত্র।

 

এবারের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১০টিই জিতেছে ব্রাজিল। সেলেসাওরা ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। পরের ম্যাচেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেতে পারে নেইমারদের। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

এছাড়া একুয়েডর ১৭ পয়েন্ট নিয়ে তিনে এবং কলম্বিয়া ও উরুগুয়ে সমান ১৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে।

লাতিন মহাদেশ থেকে টেবিলের শীর্ষ চারটি দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকিটআর টেবিলের পঞ্চম দল খেলবে মহাদেশীয় প্লে-অফ ম্যাচ। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন