ইউজিসির চিঠি

ট্রাস্টিদের ব্যাংক থেকে এনএসইউর তহবিল সরিয়ে নেয়ার নির্দেশনা

সাইফ সুজন

বোর্ড অব ট্রাস্টিজ সদস্য তাদের পরিবারের মালিকানাধীন নেতৃত্বাধীন ব্যাংক থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় হিসাব এবং তহবিল সরিয়ে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রতি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২০ অক্টোবরের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সম্প্রতি এনএসইউ ট্রাস্টের চেয়ারম্যান বরাবর নির্দেশনাসংবলিত একটি চিঠি পাঠিয়েছে ইউজিসি

চিঠিতে বলা হয়েছে, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের পারিবারিক অংশীদারিত্ব রয়েছে বা ট্রাস্টিরা পরিচালনা পর্ষদে রয়েছেন এমন ব্যাংকে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হিসাব সংরক্ষিত তহবিল ১০ কার্যদিবসের মধ্যে অন্য ব্যাংকে স্থানান্তর করতে হবে এক্ষেত্রে স্বার্থের সংঘাতের প্রশ্ন উত্থাপিত হবে না এমন কোনো ব্যাংকে হিসাব তহবিল স্থানান্তর করতে হবে

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে চিঠিটি ইস্যু করা হয়েছে অক্টোবর সে হিসেবে ২০ অক্টোবরের মধ্যে এনএসইউকে নির্দেশনা বাস্তবায়ন করতে হবে

প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি সদস্য অধ্যাপক . বিশ্বজিৎ চন্দ বণিক বার্তাকে বলেন, কয়েক মাস আগে মন্ত্রণালয় থেকে বিভিন্ন নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয় এনএসইউকে সেখানে ট্রাস্টি কিংবা তাদের প্রতিষ্ঠানের সঙ্গে এমন কোনো কার্যক্রমে না জড়ানোর নির্দেশনা দেয়া হয়, যাতে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের অভিযোগ উত্থাপিত হতে পারে ওই নির্দেশনার পরও সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি ধরনের প্রশ্নবিদ্ধ কাজের উদ্যোগ নেয় এছাড়া আগে থেকেও ধরনের কিছু কার্যক্রম চলমান রয়েছে তাই মন্ত্রণালয়ের নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণের জন্য নর্থ সাউথ কর্তৃপক্ষকে কমিশন চিঠি দিয়েছে

ব্যয়ের তুলনায় আয়ের পরিমাণ অনেক বেশি হওয়ায় প্রতি শিক্ষাবর্ষেই বড় অংকের অর্থ উদ্বৃত্ত থাকে এনএসইউর এজন্য বিশ্ববিদ্যালয়টির তহবিলের আকার ক্রমেই বেড়ে চলেছে শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ প্রাপ্ত তহবিল থেকে বেঁচে যাওয়া এসব অর্থ বিভিন্ন ব্যাংকে মেয়াদি আমানত হিসেবে জমা রাখা হয় এক হিসাবে দেখা গিয়েছে, বর্তমানে এনএসইউর তহবিলে জমা রয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা দেশের এক ডজনেরও বেশি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে মেয়াদি আমানত হিসেবে অর্থ জমা রাখা হয়েছে

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি তাদের পারিবারিক অংশীদারিত্ব রয়েছে এমন ব্যাংকগুলোয় এনএসইউর উল্লেখযোগ্য পরিমাণে অর্থ জমা রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে বেশি অর্থ জমা রয়েছে সাউথইস্ট ব্যাংক লিমিটেডে ব্যাংকটির বসুন্ধরা শাখায় মেয়াদি আমানত হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৩৪৭ কোটি টাকা জমা রয়েছে সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের বড় অংশই এনএসইউর ট্রাস্টি বিশ্ববিদ্যালয়টির বর্তমান চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এছাড়া সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ কাশেমও বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন

ইউজিসির চিঠি জারির পর ছয় কর্মদিবসেও হিসাব তহবিল স্থানান্তরের কোনো প্রক্রিয়া শুরু করেনি এনএসইউ কর্তৃপক্ষ প্রসঙ্গে জানতে চাইলে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বণিক বার্তাকে বলেন, আসলে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বলতে কী বোঝাতে চেয়েছে, সেটি আমাদের কাছে পরিষ্কার নয় কেননা একটি ব্যাংকের অংশীদারিত্বে নানাভাবে থাকার সুযোগ রয়েছে একেকটি ব্যাংকের হাজার হাজার শেয়ারহোল্ডার থাকে এখন আমাদের ট্রাস্টি পরিবারের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক নেই এমন ব্যাংক বের করাও তো সহজ কাজ নয় তার পরও সরকার আমাদের যেভাবে নির্দেশনা দেয়, আমরা সেভাবে কাজ করব আর যেহেতু তহবিল বিশ্ববিদ্যালয়ের, সেক্ষেত্রে উপাচার্য ফাইন্যান্স ডিরেক্টর বিষয়ে সিদ্ধান্ত নেবেন

কয়েক মাস আগে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এনএসইউকে স্বার্থের সংঘাত ঘটার মতো কর্মকাণ্ডে না জড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয় ওই সময় মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বিওটি সদস্যদের ব্যক্তিগত ব্যবসায়িক কাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকাণ্ডকে যাতে এমনভাবে না জড়ানো হয়, যেখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের অভিযোগ উত্থাপিত হতে পারে

চিঠির পরও সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির এক সভায় এমন এক ব্যাংক থেকে সেবা নেয়ার প্রস্তাব উত্থাপিত হয়, যেখানে একজন ট্রাস্টির অংশীদারিত্ব রয়েছে বিষয়টি নজরে এসেছে ইউজিসিরও বিষয়ে কমিশনের চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে প্রাপ্ত তথ্যে জানা যায়, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অমান্য করে এমন একটি ব্যাংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির অর্থ লেনদেন পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে, যেখানে একজন ট্রাস্টির পারিবারিক অংশীদারিত্ব রয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়টির চলমান বিভিন্ন হিসাব সংরক্ষিত তহবিল ট্রাস্টিদের পারিবারিক অংশীদারিত্বের ব্যাংকে পরিচালিত হচ্ছে, যা সুস্পষ্টভাবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট

এদিকে এনএসইউর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন আর্থিক প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে মাসখানেক আগে ইউজিসির একজন সদস্যকে প্রধান করে একটি কমিটিও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এনএসইউর আর্থিক প্রশাসনিক অনিয়ম তদন্তপূর্বক দায়ীদের চিহ্নিত করে সুপারিশমূলক প্রতিবেদন জমা দিতে হবে

এতে আরো বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না কমিটিকে এর ব্যত্যয় ঘটলে সে অর্থ পুনরুদ্ধারে দুর্নীতি দমন কমিশনে মামলা করার সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে

সার্বিক বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক বণিক বার্তাকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে এনএসইউর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়মের বিষয়ে ইউজিসির মাধ্যমে একটি তদন্ত করানো হয় কমিশনের তদন্ত প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা করে এনএসইউকে বেশকিছু বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টি এর জবাবে জানিয়েছে, নির্দেশনার আলোকে গৃহীত পদক্ষেপের বিষয়ে তারা সময়ে সময়ে মন্ত্রণালয়কে অবহিত করবে আমরা চাইব, বিশ্ববিদ্যালয়টি মন্ত্রণালয়ের সব নির্দেশনা বিধি মোতাবেক অনুসরণ করবে

তদন্ত সম্পর্কে তিনি জানান, কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তবে কমিটির পক্ষ থেকে আরো কিছু সময় চাওয়া হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন