পূজামণ্ডপের নিরাপত্তা : দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

দুর্গা পূজার মণ্ডপগুলোতে অতিরিক্ত নিরাপত্তায় কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীসহ দেশের ২২ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পদক্ষেপ নেয়ার কথা গতকাল জানিয়েছেন বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বিজিবির পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ, আনসার, র্যাব সদস্যরা ছাড়াও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

গত বুধবার সকালে কোরআনের অবমাননার কথিত অভিযোগে প্রথমে কুমিল্লা শহরের নানুয়ারদীঘির পাড়ের পূজামণ্ডপে হামলা হয় পরে ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা, চাঁদপুর, মৌলভীবাজার, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলায় মন্দির, মণ্ডপ প্রতিমা ভাংচুর এবং সহিংসতা ছড়িয়ে পড়ে এর মধ্যে চাঁদপুরে গুলিতে নিহত হন চারজন

কুমিল্লার মণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সচিবালয়ে একটি বৈঠকের পর মন্ত্রী বলেন, তাদের শিগগিরই গ্রেফতার করা হবে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কেউ উসকানি দিলে তাকেও আইনের আওতায় আনা হবে এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও গুজব ছড়ানো হচ্ছে যারা এসব অপচেষ্টা করছে করবে, তাদেরও আইনের আওতায় আনা হবে

কুমিল্লার পূজামণ্ডপের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে গোলাম মাওলা নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব র্যাবের আইন গণমাধ্যম শাখা জানিয়েছে, গতকাল সন্ধ্যায় কুমিল্লার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক প্রচারণা বন্ধে কুমিল্লাসহ দেশের কয়েকটি জেলায় সেলফোন অপারেটরদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে বলে জানা গেছে এসব জেলার মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী চাঁদপুর

বিজিবির পরিচালক (অপারেশনস) লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, দুর্গা পূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সীগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয়সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে ঢাকায়ও বিজিবি মোতায়েন করা হবে বিজিবি সদস্যরা মন্দির আশপাশ এলাকায় টহল দেবেন অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে তারা দায়িত্ব পালন করবেন

বিজিবি-১০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল গোলাম ফজলে জানিয়েছেন, বুধবার সন্ধ্যা থেকে কুমিল্লায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানিয়েছেন, দুই প্লাটুন বিজিবি ছয়টি ভাগে কাজ করছে সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় মণ্ডপগুলোতে টহল অব্যাহত রয়েছে এছাড়া র্যাবের দুটি দল টহলে রয়েছে

বগুড়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক জিয়াউল হক তিনি বলেন, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যাতে বগুড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বিজিবি সদস্যরা আগামীকাল পর্যন্ত থাকবেন

প্রসঙ্গত, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে বুধবার সকালে কুমিল্লার নানুয়ারদীঘি মণ্ডপ থেকে একটি কোরআন উদ্ধার করে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ঘটনার ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে কোরআন অবমাননা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার শুরু হয় কেউ কেউ ফেসবুক লাইভে এসে একই অভিযোগে উসকানিমূলক বক্তব্যও দেয়া শুরু করে এসব ঘটনার জেরে প্রথমে কুমিল্লার কয়েকটি মণ্ডপে হামলার ঘটনা ঘটে পরবর্তী সময়ে চাঁদপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, রাজশাহীসহ দেশের বেশ কয়েকটি জেলায় মণ্ডপে হামলার ঘটনা এবং কোথাও কোথাও হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে

এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয় চাঁদপুরে বুধবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জে তৌহিদী জনতা ব্যানারে মণ্ডপ ভাংচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন