তাইওয়ানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৬, আহত ৭৯

বণিক বার্তা ডেস্ক

তাইওয়ানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন ৭৯ জন এর মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর গতকাল সকালে দক্ষিণাঞ্চলীয় কাউসিউং রাজ্যের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

স্থানীয় অগ্নিনির্বাপণ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি আল জাজিরা জানায়, গতকাল ভোরে ইয়ানচেং জেলার ১৩ তলাবিশিষ্ট আবাসিক বাণিজ্যিক একটি ভবনে আগুন লাগে সময় প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দও শোনেন খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে তার আগেই বেশ কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়লে হতাহতের সংখ্যা বেড়ে যায়

প্রতিবেশীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, আগুন ছড়ানোর আগে তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এসব বিকট শব্দ তারা শুনতে পান স্থানীয় সময় রাত ৩টায় এর পরই বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখায় পুরো এলাকায় নারকীয় পরিবেশ তৈরি হয় এতে ৪৬ জন নিহত অর্ধশতাধিক আহত হন

কাউসিউং রাজ্যের অগ্নিনির্বাপণ বিভাগ এক বিবৃতিতে উল্লেখ করে, আগুন পুরোপুরি নেভানোর পর ৪০ বছরের পুরনো ভবনের প্রতি তলায় অনুসন্ধান করা হয়েছে এতে মোট ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে অনেক তলাই একেবারে ধ্বংস হয়ে গেছে

বিবিসির খবরে বলা হয়েছে, আহত ৭৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে অন্তত ১৪ জনের অবস্থা গুরুতর অগ্নিনির্বাপণ কর্মীরা জানিয়েছেন, নিহতরা বেশির ভাগই সপ্তম ১১তম তলার বাসিন্দা

শহরটির মেয়র চেন চি-মাই সাংবাদিকদের জানান, ভবনটি অনেকটাই পরিত্যক্ত হয়ে গেছে বিশেষ করে রেস্টুরেন্ট, বার সিনেমা হল ছিল যেসব তলায় তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, ভবনটির আবাসিক অংশে ১২০টি ইউনিট ছিল

তাত্ক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি তবে আগুন লাগার কারণ কোত্থেকে আগুন ছড়িয়েছে তা জানতে স্থানীয় প্রশাসনের তদন্তকারী দল কাজ করছে ভবনটির নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত বাণিজ্যিক, বাকিগুলো আবাসিক ভবন হিসেবে ব্যবহার হতো নিচতলায় ছিল রেস্টুরেন্ট, বার, সিনেমা হল মার্কেট

এর আগে ১৯৯৫ সালে তাইওয়ানের তৃতীয় বৃহৎ শহর তাইচুংয়ের একটি নাইটক্লাবে আগুন লেগে ৬৪ জনের মৃত্যু হয়েছিল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন