তিন ইসলামী সংগঠনের বিবৃতি

কুমিল্লায় ধর্মগ্রন্থ অবমাননাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ধর্মগ্রন্থ অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে তিনটি ইসলামী সংগঠন। গতকাল পৃথক বৃিবতিতে দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে হেফাজতে ইসলাম বলছে, তারা কুমিল্লার ঘটনার প্রতি গভীরভাবে নজর রাখছে। ঘটনায় উসকানি ছিল কিনা, কীভাবে তিনজন মানুষ মারা গেল, তার সুষ্ঠু তদন্ত করতে হবে। ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ত্রুটি ছিল কিনা, তাও খতিয়ে দেখতে হবে। হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী কওমি মাদ্রাসাগুলোর আলেম-ওলামা শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, কারো উসকানিতে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না।

এদিকে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য কুমিল্লার ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

ঘটনায় দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানিয়ে বাংলাদেশ তরীকত ফেডারেশন বলছে, একটি ধর্মান্ধ গোষ্ঠী সুপরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন