সংলাপে বক্তারা

শিক্ষার প্রসারে দৃশ্যপাঠকে গুরুত্ব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

নতুন বইয়ের মোড়ক উন্মোচন বই নিয়ে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণে দৃশ্য বা ভিজ্যুয়ালের গুরুত্ব অসীম। প্রযুক্তির নতুন মাধ্যমগুলোকে ব্যবহার করে কীভাবে দৃশ্যপাঠ করা যায় এবং জ্ঞানের নতুন সঞ্চার ঘটানো যায়, সে ব্যাপারে সমাজবিজ্ঞানীদের আরো কাজ করা উচিত বলে মত দেন বক্তারা।

বুধবার বিকালে রাজধানীর উত্তরায় সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির আবুল হোসেন মিটিং রুমে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষক গবেষকরা।

এর আগে সদ্য প্রকাশিত বই দৃশ্য সংস্কৃতির পাঠ, নৃবিজ্ঞান দক্ষিণ এশীয় বিদ্যাজগৎ-এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি, সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্ট আইইউবিএটির অধ্যাপক . মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বইটির সহরচয়িতা ভিজ্যুয়াল মিডিয়া গবেষক . সঞ্জীব রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নৃবিজ্ঞানী . মানস চৌধুরী উপস্থিত ছিলেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মঈন জালাল চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আবু মুসা, প্রশাসনিক ম্যানেজার জামাল উদ্দিন আহমেদ, গবেষক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন