সিরাজগঞ্জে নলকা সেতুতে সংস্কার দীর্ঘ যানজট

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর সংস্কারকাজ চলমান থাকায় সিরাজগঞ্জের চান্দাইকোনা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত অন্তত ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভয়াবহ যানজটে মহাসড়কে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়। কারণে চরম দুর্ভোগের শিকার হতে হয় মহাসড়কে চলাচলকারী পরিবহন চালক যাত্রীদের। টানা দুদিন ভয়াবহ যানজটের কবলে পড়ে মহাসড়ক। গতকাল বেলা ৩টার দিকে নলকা সেতুর সংস্কারকাজ শেষ হওয়ার পর সেতুর দুটি লেনই চালু হয়। এরপর যানজট কিছুটা কমতে শুরু করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গতকাল বিকালে বলেন, নলকা সেতুর সংস্কারকাজ শেষ হয়েছে। এখন উভয় লেনে যানবাহন চলাচল করায় ধীরে ধীরে গাড়ির চাপ কমতে শুরু করেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বিকাল ৫টার দিকে বলেন, যানজটের তীব্রতা কমলেও যানবাহনের ধীরগতি রয়েছে। তবে কোথাও থেমে নেই। আশা করা যাচ্ছে, সন্ধ্যার মধ্য যানচলাচল স্বাভাবিক হবে। গতকাল সকাল থেকে সিরাজগঞ্জের চান্দাইকোনা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন