৭০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যু করবে সাউথইস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

৭০০ কোটি টাকার বেমেয়াদি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকটির পরিচালনা পর্ষদ এরই মধ্যে বন্ড ইস্যুর বিষয়টি অনুমোদন করেছে। এর মাধ্যমে টায়ার-ওয়ান মূলধন বাড়াবে ব্যাংকটি। নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের পর বন্ড ইস্যু করা হবে। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশনের নির্দেশনা অনুযায়ী, পারপেচুয়াল বন্ডকে তালিকাভুক্ত হতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা ৫৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৫৯ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস হয়েছে টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৯৭ পয়সা। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সাউথইস্ট ব্যাংক। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত) ৩১ ডিসেম্বর ২০২০ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২৪ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২৬ টাকা ২৯ পয়সা।

২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল সাউথইস্ট ব্যাংক। এর মধ্যে দশমিক ৫০ শতাংশ নগদ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল সাউথইস্ট ব্যাংক। ২০১৭ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর আগের হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

সর্বশেষ রেটিং অনুযায়ী, সাউথইস্ট ব্যাংকের ঋণমান দীর্ঘমেয়াদে এএ স্বল্পমেয়াদে এসটি-টু ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ৩০ জুন ২০২১ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রাসঙ্গিক হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) 

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সাউথইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন হাজার ১৮৮ কোটি ৯৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে হাজার ৭৮১ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৮ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫২২টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৪২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৮ দশমিক ৭০ শতাংশ, বিদেশী দশমিক ১৬ শতাংশ বাকি ২৯ দশমিক ৭২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। 

ডিএসইতে গতকাল সাউথইস্ট ব্যাংক শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১৫ টাকা ৯০ পয়সা। গতকাল দিনভর শেয়ারটি ১৫ টাকা ৭০ পয়সা থেকে ১৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১ টাকা ৪০ পয়সা ১৭ টাকা ৭০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন