নিজস্ব চিপ উৎপাদনে কাজ করছে হুন্দাই মোটরস

বণিক বার্তা ডেস্ক

চলমান সংকটের মুখে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব চিপ উৎপাদন শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার অন্যতম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান হুন্দাই মোটরস। সম্প্রতি প্রতিষ্ঠানটির বৈশ্বিক প্রধান পরিচালন কর্মকর্তা এক ঘোষণায় কথা জানান। খবর রয়টার্স।

করোনা মহামারীর সময় ল্যাপটপ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির চাহিদা বৃদ্ধির পাশাপাশি যন্ত্রাংশ সংকটের কারণে বিশ্বে চিপ সংকটের সৃষ্টি হয়। কারণে চলতি বছর অনেক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

সংকটের মুখে হুন্দাইও তাদের বেশকিছু কারখানা বন্ধ করে দিয়েছে। তবে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রতিষ্ঠানটির প্রধান বৈশ্বিক বিপণন কর্মকর্তা জোসে মুনোজ বলেন, চিপ সংকটের কারণে যে চরম সংকটাবস্থার সৃষ্টি হয়েছিল সেটি চলে গেছে। হুন্দাইয়ের জন্য আগস্ট সেপ্টেম্বর সবচেয়ে বেশি কঠিন ছিল।

তিনি বলেন, চিপ শিল্পে খুব দ্রুত সব পরিবর্তিত হচ্ছে। চিপ উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেল আরো বিনিয়োগ করছে বলেও জানান তিনি।

মুনোজ বলেন, আমাদের ক্ষেত্রে গ্রুপের মধ্যে আমরা নিজস্ব চিপ উৎপাদন করতে চাই। ফলে চলমান সংকটাবস্থায় যেন আমরা অন্যের ওপর কম নির্ভরশীল হই সেটি নিশ্চিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন