আরব আমিরাতের জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস অতিমারী-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে জোর দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এজন্য জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য বাড়াতে কাজ করছে তারা। এর প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশটির বাণিজ্যে। সরকারি হিসাব বলছে, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশটির জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেড়েছে।

সংযুক্ত আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমার্ধে দেশটির জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্যের পরিমাণ বেড়ে প্রায় ২৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় তা ২৭ শতাংশ বেশি। আর অতিমারী-পূর্ববর্তী সময় বা ২০১৯ সালের তুলনায় শতাংশ বেশি।

সময় জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্যের মধ্যে কেবল রফতানি থেকে এসেছে ৪৬ দশমিক বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় তা ৪৪ শতাংশ ২০১৯ সালের তুলনায় ৪১ শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন