মারাঠি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী মারাঠি সংস্করণের (অপূর্ণ আত্মকথা) মোড়ক উন্মোচন করা হয়েছে। ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে মঙ্গলবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন করা হয়।

মুম্বাইয়ের উপ-হাইকমিশন জানায়, ভারতের মহারাষ্ট্র রাজ্যের গভর্নর ভগৎ সিং কুশিয়ারী, মুম্বাই মারাঠি সাংবাদিক সমিতির সভাপতি নরেন্দ্র ওয়াবেল, হনারারি কনসাল জেনারেল গ্রুপের সভাপতি বিজয় কালান্ত্রি দিল্লির বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার মো. নুরুল ইসলাম বইটির মারাঠি সংস্করণের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেনের ভিডিও বার্তা উপস্থিত অতিথিদের জন্য প্রদর্শন করা হয়। ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতার আদর্শ আজও আমাদের পররাষ্ট্র নীতির মূল প্রতিপাদ্য বলে উল্লেখ করেন।

মুম্বাইয়ে নিযুক্ত উপ-হাইকমিশনার লুত্ফর রহমান স্বাগত বক্তব্যে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার শহীদদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন