নমুনা পরীক্ষা ছাড়িয়েছে ১ কোটি আরো ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫১৮ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে আগের দিনের তুলনায় গতকাল রোগী শনাক্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে। এদিকে গতকাল দেশে নমুনা পরীক্ষার সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গতকাল বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর প্রায় আড়াই মাস পর গত বছরের মার্চে বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়। এরপর বিভিন্ন সময় সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ধরনের কারণে পরিস্থিতির অবনতি হতে থাকে। পরবর্তী সময়ে আগস্টের শেষ থেকে সংক্রমণ শনাক্ত মৃত্যুর সংখ্যা কমতে থাকে।

রোগতত্ত্ব ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, মূলত করোনার ডেল্টা ধরন বা ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে গত মে থেকে আগস্টের শুরু পর্যন্ত আক্রান্ত মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ছিল। অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে জুলাইয়ে সর্বোচ্চ রোগী শনাক্ত মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮২৮টি পরীক্ষাগারে ২২ হাজারের কিছু বেশি ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় কোটি ২০ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। পর্যন্ত দেশে ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। আর মারা যায় ২৭ হাজার ৭৩০ জন কভিড-১৯ পজিটিভ রোগী। সর্বশেষ আরো ৫০৫ জন করোনা রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩। গতকাল নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার দশমিক ৩৪ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন