বিদ্যুৎস্পৃষ্টে বগুড়ায় শিক্ষার্থী ও কুড়িগ্রামে শ্রমিকের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া ও কুড়িগ্রাম

বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবির হোসেন আকাশ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আবির হোসেন আকাশ মালগ্রাম জিলাদার পাড়ার বেলাল হোসেনের ছেলে।

আবির হোসেনের চাচা শামীম হোসেন জানান, গতকাল সকাল ১০টার দিকে বগুড়া শহরের মালগ্রাম পাড়ার কয়েকজন বন্ধুর সঙ্গে আবির খান্দার এলাকায় মেডিকেল সড়কে সেতুর নিচে ডোবায় মাছ ধরতে যায়। তারা বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে সেচ দিয়ে ডোবার পানি কমিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। সময় আবির ডোবার পানিতে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আবিরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাচা শামীম হোসেন জানান, আবির এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জানেক আলী (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের উত্তর বাগুয়ারচর এলাকায় ঘটনা ঘটে। জানেক আলী ওই গ্রামের মৃত সামেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে পাশের এলাকায় এক বাড়িতে গাছের ডাল কাটার কাজে যান জানেক আলী। গাছে উঠে ডাল কাটার এক পর্যায়ে হঠাৎ ডাল ভেঙে বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন জানেক। পরে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোক্তারুল ইসলাম সেলিম জানান, হাসপাতালে আনার আগে বিদ্যুৎস্পৃষ্টে জানেক আলী মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন