রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কর্তন

দুই সপ্তাহ সময় পেলেন অভিযুক্ত শিক্ষক ফারহানা

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে দুই সপ্তাহ সময় দিয়েছে তদন্ত কমিটি। ২১ অক্টোবর বেলা ১টায় উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপনের জন্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। সময় প্রার্থনা করে -মেইলে পাঠানো আবেদনে তিনি তার শারীরিক মানসিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।

গতকাল দুপুরে তথ্য নিশ্চিত করে রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল জানান, অভিযুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে দুই দফায় অক্টোবর তদন্ত কমিটির কাছে এসে তার বক্তব্য উপস্থাপন করতে বলা হয়। কিন্তু তিনি মানসিক শারীরিক অসুস্থতার কথা জানিয়ে উপস্থিত না হয়ে -মেইলে আরো ১৪ দিনের সময় প্রয়োজন বলে জানান। -মেইলটি তিনি একাধিকবার পাঠিয়ে আরো সময়ের জন্য আবেদন জানান। প্রথমে তাকে আর বাড়তি সময় দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু বারবার -মেইলে সময়ের আবেদন করার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি তাকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে তার চাহিদা অনুযায়ী দুই সপ্তাহের সময় দিয়েছে। অক্টোবর থেকে হিসাব করে দুই সপ্তাহ পরে ২১ অক্টোবর বেলা ১টায় তদন্ত কমিটির কাছে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে তাকে। তবে ওই শিক্ষক যদি শেষ পর্যন্ত উপস্থিত না হন, সেক্ষেত্রে তদন্ত কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন