গ্রামীণ যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে কর্মশালা

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম ও জয়পুরহাট

গ্রামীণ যুবদের কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র্য হ্রাসকরণে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে ফিজিবিলিটি স্টাডি ফর নিউ প্রজেক্টস অব ডিওয়াইডি শীর্ষক সম্ভাব্যতা যাচাইবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুড়িগ্রাম যুব ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মশালার আয়োজন করে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সেলিনা আক্তার। বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌরমেয়র কাজিউল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা প্রমুখ।

এদিকে জয়পুরহাটেও একই প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া খানম।

জয়পুরহাট যুব উন্নয়নের উপপরিচালক মতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, বিআইডিএসের গবেষণা কর্মকর্তা আজিজুর রহমান, জেলা প্রাণী কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, জেলা মত্স্য কর্মকর্তা সরদার মহিউদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম, অধ্যক্ষ আফজাল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন