গুগল ও অ্যাপলের সঙ্গে টেক্কা

ফের পণ্য ন্মোচনের ঘোষণা স্যামসাংয়ের

বণিক বার্তা ডেস্ক

দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে স্যামসাং। গতকাল দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানায়, ২০ অক্টোবর গ্যালাক্সি আনপ্যাকড টু ইভেন্ট আয়োজিত হচ্ছে। স্যামসাংয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে ইভেন্টটি লাইভ স্ট্রিমিং করা হবে। একই সপ্তাহে গুগল অ্যাপলেরও নিজস্ব পণ্য উন্মোচনের কথা রয়েছে। স্পষ্টত বাজারে নিজেদের অবস্থান অক্ষুণ্ন রাখতে ধরনের ঘোষণা দিয়েছে স্যামসাং। খবর দ্য ভার্জ।

প্রযুক্তি জায়ান্টটি জানায়, ২০ অক্টোবর সকাল ১০টায় স্যামসাংয়ের আনপ্যাকড- ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এদিন প্রতিষ্ঠানটি কী উন্মোচন করবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে প্রযুক্তির মাধ্যমে আত্মবিকাশে কী কী সুযোগ দিচ্ছে সে বিষয়ে জানানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। এক টিজারে স্যামসাংয়ের স্বাস্থ্য এবং স্মার্টথিংসের অ্যাপ আইকনগুলো প্যাস্টেল রঙের বক্সে আবদ্ধ করতে দেখা গেছে।

ইভেন্টটি নিয়ে বিভিন্ন গুজব রটলেও তেমন কোনো কাজে আসছে না। অনেকে মনে করছেন স্যামসাং তাদের গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফই স্মার্টফোন উন্মোচন করতে পারে, যা সিরিজটিতে আরো বৈচিত্র্য নিয়ে আসবে। চলতি বছরই যে এটি উন্মুক্ত করা হবে সেটিও নিশ্চিত নয়।

স্যামসাং মূলত গ্যালাক্সি এ৫২-এর মতো মধ্য পরিসরের স্মার্টফোনগুলোর ওপর নির্ভরশীল। যে কারণে বাজারে এস ২১ এফই ছাড়ার ব্যাপারে তারা ততটা দায়বদ্ধ নয়।

স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের বৈশিষ্ট্য সম্প্রসারণে আগ্রহী স্যামসাং। তাই প্রতিষ্ঠানটি বর্তমানে স্মার্টফোনগুলোর সফটওয়্যার পরিষেবার দিকে মনোযোগী হচ্ছে। সম্প্রতি ইউআই অ্যাপে বিজ্ঞাপন বাতিল করেছে স্যামসাং। বছরের শেষে যদি তারা ওএস পরিবর্তন করে তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি ওয়ান ইউআই পরিবর্তনের সুযোগও দিতে পারে।

এদিকে, আগামী সোমবার একটি ইভেন্টের আয়োজন করেছে অ্যাপল। ধারণা করা হচ্ছে এদিন তারা নতুন ম্যাকবুক প্রো উদ্বোধন করবে। আগামী মঙ্গলবার পিক্সেল উন্মোচনের ঘোষণা দিয়েছে গুগল। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই হয়তো আনপ্যাকড-টু ঘোষণা করল স্যামসাং।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন