আইপ্যাডে ক্যামেরা ‘র’ এডিটিং সুবিধা আনছে অ্যাডোবি

বণিক বার্তা ডেস্ক

আইপ্যাডের ফটোশপ অ্যাপ্লিকেশনে নতুন ফিচার চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কম্পিউটার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি। ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটি বড় সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এর আগেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তথ্য প্রকাশ করা হয়। খবর এনগ্যাজেট।

শিগগিরই আইপ্যাড ব্যবহারকারীরা তাদের ফটোশপ অ্যাপ্লিকেশনে ক্যামেরা টুল ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ক্যামেরা থেকে ছবি আইপ্যাডে আনা যাবে। বর্তমানে ক্যামেরা -তে যত ধরনের ফাইল ফরম্যাট সাপোর্ট করে থাকে ব্যবহারকারীরা তার সবই ইমপোর্ট করতে পারবেন।

ইমপোর্ট শেষে ব্যবহারকারীরা ফটোশপের ডেস্কটপ ভার্সনে যেসব ফিচার ব্যবহার করতে পারেন, আইপ্যাডেও সেসব ফিচার ব্যবহার করতে পারবেন। এখানে যে কেউ ছবির এক্সপোজার থেকে রঙ পরিবর্তনের কাজও করতে পারবেন।

আরো একটি নতুন ফিচার হলো এখন ব্যবহারকারীরা চাইলে ফাইলকে স্মার্ট অবজেক্ট হিসেবে ফটোশপে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি ফটোশপ ডকুমেন্টে কোনো ছবি নিয়ে আসার পর ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ছবি চালু করতে পারবেন। অ্যাডোবি জানায়, শিগগিরই আইপ্যাডের জন্য ক্যামেরা ফিচার নিয়ে আসা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন