শিল্পকলার লালন সম্মাননা পাচ্ছেন পার্বতী বাউল

ফিচার প্রতিবেদক

লালন সাধনায় তাত্পর্যপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পার্বতী বাউলকে লালন সম্মাননা-২০২১ দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১৬ অক্টোবর লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবস উপলক্ষে বাউলকুঞ্জে লালন স্মরণোৎসবে সম্মাননা দেয়া হবে। গতকাল শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত চিঠিতে কথা জানানো হয়। চিঠিতে ১৬ অক্টোবর পার্বতী বাউলকে সম্মাননা স্মারক গ্রহণ করতে বলা হয়েছে। বাউল সম্রাট লালন ফকিরের জীবনদর্শন, মানবতাবাদ ভবানী প্রসারে ২০১১ সাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিল্পকলা একাডেমি। ২০১৮ সাল থেকে জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে লালনচর্চার লক্ষ্যে প্রতি মাসের পূর্ণিমা তিথিতে একাডেমির বাউলকুঞ্জে আয়োজিত হয় সাধুমেলা। তারই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবস উপলক্ষে বাউলকুঞ্জে লালন স্মরণোৎসব আয়োজন করা হয়েছে। সম্মাননা স্মারক পাওয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পার্বতী বাউল। শিল্পকলা একাডেমির চিঠিও শেয়ার করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন