সেপ্টেম্বরে বছরের সর্বাধিক কয়লা আমদানি করেছে চীন

বণিক বার্তা ডেস্ক

সেপ্টেম্বরে চলতি বছরের সর্বোচ্চ কয়লা আমদানি করেছে চীন। বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ সংকটে ভুগছে দেশটি। বিদ্যুৎকেন্দ্রগুলো জ্বালানি সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছে। বিদ্যুৎ ঘাটতি রোধ এবং শীতের আগেই মজুদ পরিপূর্ণ করতে আমদানি বাড়িয়েছে চীন। খবর রয়টার্স।

চীন বিশ্বের সবচেয়ে বড় কয়লা ব্যবহারকারী। গত মাসে দেশটি কোটি ২৮ লাখ ৮০ হাজার টন কয়লা আমদানি করে। গত বছরের তুলনায় আমদানি ৭৬ শতাংশ বেড়েছে। এছাড়া চলতি বছরের আগস্টের তুলনায়ও আমদানি বেড়েছে। ওই মাসে বিশ্ববাজার থেকে কোটি ৮০ লাখ ৫০ হাজার টন কয়লা কেনে চীন। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস তথ্য জানিয়েছে।

চলতি বছরের প্রথম তিন প্রান্তিকজুড়ে চীন ২৩ কোটি লাখ টন কয়লা আমদানি করে। সেপ্টেম্বর উল্লম্ফন দেখা দিলেও নয় মাসে আমদানি দশমিক শতাংশ কমেছে।

চীনের বেশ কয়েকটি অঞ্চল সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ সংকটে ভুগছে। কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন এবং আকাশচুম্বী দাম থেকে মুক্তি পেতে বিকল্প জ্বালানি উৎস খুঁজছে। জ্বালানি সরবরাহ নিশ্চিতে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। আমদানিকারকরা কয়লা উৎস বৈচিত্র্য আনতে কাজাখস্তান থেকে আমদানি করছেন। এছাড়া সম্প্রতি দেশটির কয়লার আমদানির বড় উৎস হয়ে উঠছে ইন্দোনেশিয়া। রাশিয়া থেকেও আমদানি বাড়াচ্ছে দেশটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন