বিশ্ববাজারে চাহিদাকে ছাড়িয়ে যাবে দস্তা ও সিসার সরবরাহ

বণিক বার্তা ডেস্ক

চলতি আগামী বছর আন্তর্জাতিক বাজারে  চাহিদাকে ছাড়িয়ে যাবে পরিশোধিত দস্তা সিসার সরবরাহ। ইন্টারন্যাশনাল লেড অ্যান্ড জিঙ্ক স্টাডি গ্রুপ (আইএলজেডএসজি) সম্প্রতি তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্ববাজারে চাহিদা মিটিয়ে ২৭ হাজার টন সিসা উদ্বৃত্ত থাকবে। আগামী বছর উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াবে ২৪ হাজার টনে। এক্ষেত্রে দস্তার বাজার চলতি বছর লাখ ১৭ হাজার টন উদ্বৃত্ত দেখবে। তবে আগামী বছর উদ্বৃত্তের পরিমাণ কমে ৪৪ লাখ টনে নামবে।

আইএলজেডএসজি জানায়, আগামী বছর বিশ্বজুড়ে পরিশোধিত দস্তার চাহিদা দশমিক শতাংশ বেড়ে কোটি ৪৪ লাখ ১০ হাজার টনে উন্নীত হতে পারে। সময় ধাতুটির উত্তোলন বাড়বে দশমিক শতাংশ। উত্তোলিত দস্তার পরিমাণ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টনে পৌঁছতে পারে।

এদিকে আগামী বছর সিসার বৈশ্বিক উত্তোলন দশমিক শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএলজেডএসজি। গ্রুপটি জানায়, সময় উত্তোলন দাঁড়াবে ৪৮ লাখ ১০ হাজার টনে। এক্ষেত্রে ধাতুটির চাহিদা দশমিক শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। আগামী বছর কোটি ২৬ লাখ ১০ হাজার টন সিসার চাহিদা দেখা দিতে পারে। চলতি বছর চীনে দস্তার কনসেনট্রেট সরবরাহ দশমিক শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী বছর সরবরাহ দশমিক শতাংশ হারে বাড়তে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন