সাফ ফুটবল চ্যাম্পিয়ানশিপ

নেপালের বিপক্ষে লালকার্ডে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বণিক বার্তা অনলাইন

ড্র করলে হবে না, ফাইনাল খেলতে হলে জিততেই হবে এমন সমীকরণে নেপালের বিরুদ্ধে মাঠে নামে টিম বাংলাদেশ। শুরুতেই গোলের দেখাও পায় জামাল ভুঁইয়ারা, তবু স্বপ্নভঙ্গের বেদনায় নীল হতে হচ্ছে লাল সবুজের দলকে। শুধু কী তারাই? ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়ানশিপের ফাইনাল খেলার সুযোগ হারানোর কষ্টের আগুনে পুড়ছেন  কোটি কোটি ক্রীড়ামোদী দর্শকরাও। খেলার ৮৮ মিনিটের গোলে সমতায় ফিরে ফাইনালে একপা দিয়ে রাখলো নেপাল।

খেলার ৯ মিনিটে সুমন রেজার গোলে স্বপ্নযাত্রার পথে এগিয়ে যায় বাংলাদেশ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। বেশ কয়েকটি সুযোগ মিস করে সাদ-জামাল ভূঁইয়ারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিছুটা খেই হারিয়ে ফেলেন বাংলাদেশের খেলোয়াড়রা। ফলে চড়াও হতে থাকে নেপাল।

খেলার ৭৯ মিনিটে রাকিবের ভুল পাসে প্রতিপক্ষের খেলোয়াড় বল পেলে গোলকিপার জিকো চলে যান সেটি বাঁচাতে। এসময় বল হাতে লাগলে লালকার্ড  দেখান ম্যাচ রেফারি। এতে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। এ অবস্থায় মাত্র ৯ মিনিট গোলপোস্ট সুরক্ষিত রাখতে সক্ষম হন বদলি গোলকিপার। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে অঞ্জন বিস্তা গোল পরিশোধ করলে ফাইনালের রাস্তা খুলে যায় নেপালের। অতিরিক্ত ৬ মিনিটে আর কোনো গোলের দেখা পায়নি দুদল।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন