লাফার্জ বেক্সিমকো ফার্মা রবির শেয়ারে সূচকের দরপতন

নিজস্ব প্রতিবেদক

টানা দ্বিতীয় দিনের মতো সূচকের দরপতনের মধ্য দিয়ে গতকাল লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ৩২ পয়েন্ট। সূচকের দরপতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার। ডিএসইর পাশাপাশি দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচকের পতন হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, এরই মধ্যে যেসব শেয়ারের দরসংশ্লিষ্ট খাতের অন্যান্য কোম্পানিকে ছাড়িয়ে গেছে সেগুলোর শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিতে দেখা গেছে বিনিয়োগকারীদের। কারণে গতকাল পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপ ছিল বেশি। তবে সামনে তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক প্রান্তিক প্রতিবেদন প্রকাশিত হবে। ধারণা করা হচ্ছে এবার কোম্পানিগুলোর আয় লভ্যাংশের পরিমাণ বাড়বে। এতে অনেক বিনিয়োগকারী এরই মধ্যে যেসব শেয়ারে ভালো মুনাফা এসেছে সেগুলো বিক্রি করে পুঁজি জমিয়ে রাখছেন যাতে নতুন করে বিনিয়োগ করতে পারেন।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর দিকে ডিএসইর সূচক ঊর্ধ্বমূখী ছিল। এর কিছু সময় পর থেকেই বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। শেষ পর্যন্ত দিন শেষে দশমিক ৪৩ শতাংশ পয়েন্ট হারিয়ে হাজার ৩১৩ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে ডিএসইএক্স, যা আগের কার্যদিবসে ছিল হাজার ৩৪৫ দশমিক ৫৭ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ৬১ পয়েন্ট কমে হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৫৯৭ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে দশমিক ৪০ পয়েন্ট কমে গতকাল হাজার ৭৫০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবস শেষে যা ছিল হাজার ৭৫৭ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ৮৪৮ কোটি ৬০ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২৪৪টির আর অপরিবর্তিত ছিল ৩৮টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ৩৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থানে ছিল ওষুধ রসায়ন খাত। ১১ দশমিক ৩০ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। ১০ দশমিক ৫৭ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে ছিল বিদ্যুৎ জ্বালানি খাত। এছাড়া ব্যাংক খাত দশমিক ৬০ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ এবং সিমেন্ট খাত দশমিক ৩০ শতাংশ লেনদেন নিয়ে পঞ্চম অবস্থানে ছিল।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) জিপিএইচ ইস্পাত লিমিটেড।

গতকাল এক্সচেঞ্জটিতে সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো এনআরবিসি ব্যাংক, কাট্টলী টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, জিবিবি পাওয়ার, ইনটেক, অ্যাডভেন্ট ফার্মা, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ইস্টার্ন লুব্রিকেন্টস।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইলস মিলস, এনভয় টেক্সটাইলস, তাল্লু স্পিনিং, আলিফ ম্যানুফ্যাকচারিং, ম্যাকসন্স স্পিনিং, অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস, সাইফ পাওয়ারটেক, মতিন স্পিনিং, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন