বেলজিয়ামকে হারিয়ে নেশন্স লিগে তৃতীয় ইতালি

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে স্পেনের কাছে হারলেও উয়েফা নেশন্স লিগে একেবারে হতাশ করেনি ইতালি। আজ রাতে তুরিনে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে তৃতীয় হয়েছে আজ্জুরিরা।


দুর্দান্ত লড়াই করছিল বেলজিয়াম। যদিও শেষ পর্যন্ত জয় হয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালিরই। প্রথমার্ধের বিরতি থেকে ফেরার এক মিনিট পরই দারুণ এক ভলিতে গোল করে ইতালিকে এগিয়ে দেন নিকোলো বারেল্লা। ৬৫ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডোমেনিকো বেরার্দি। বেলজিয়াম ঘুরে দাঁড়ানোর প্রানপণ চেষ্টা করে এবং বেলজিয়ান খেলোয়াড়রা বল তিন তিনবার পোস্টে লাগিয়েছেন। অবশেষে ৮৬ মিনিটে চার্লস ডি কেতেলিয়ার এক গোল পরিশোধ করেন। যদিও এরপর স্নায়ু শক্ত রেখে জয় নিশ্চিত করে রবার্তো মানচিনির দল।


দুদিন আগে স্পেনের কাছে হেরে ৩৭ ম্যাচের জয়রথ থেমেছে ইতালির। যদিও আজ ইতালির রক্ষণকে টলাতে পারেনি বেলজিয়াম।


এদিকে আজ রাতে নেশন্স কাপের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্স ও ইতালিকে হারিয়ে স্পেন ফাইনালে এসেছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন