সাহিত্যে নোবেল পেলেন আব্দুলরাজাক গুরনাহ

বণিক বার্তা অনলাইন

এবারও ভাগ্য সুপ্রসন্ন হলো না জাপানি লেখক হারুকি মুরাকামির গত কয়েকবছর ধরে বিশ্বের অগনিত পাঠক নোবেল সাহিত্য পুরস্কার জেতার সম্ভাব্য তালিকায় তাকে বিবেচনা করে আসছিলেন তবে শেষ পর্যন্ত নোবেল কমিটির বিবেচনায় বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি জিতে নিয়েছেন অন্য কেউ ব্যতিক্রম হয়নি এবারো

আজ বুধবার নোবেল কমিটির ওয়েবসাইটে জানানো হয়, চলতি বছর সাহিত্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসাবে তানজানিয়ার লেখক আব্দুলরাজাক গুরনাহকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে স্টকহোমে আয়োজকদের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার নাম জানানো হয় সুইডিশ একাডেমি আব্দুলরাজাকের কৃতিত্ব হিসাবে বলছে, তার আপোষহীন  দরদি লেখায় উঠে এসেছে উপনিবেশিকতা প্রভাব শরণার্থী জীবনের দুঃখ দুর্দশা

তিনি ১১৮ তম সাহিত্যিক হিসাবে নোবেল পুরষ্কার জিতলেন ১৯৪৮ সালে তানজানিয়ার জাঞ্জিবারে জন্ম নেয়া আব্দুলরাজাক গুরনাহ বর্তমানে ইংল্যান্ডের বাসিন্দা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন