পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২০

বণিক বার্তা অনলাইন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।


পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশের বিভিন্ন স্থানে স্থাপনা ভেঙে অনেক মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমির ৯ কিলোমিটার গভীরে।


দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, বেলুচিস্তানে ১০০টিরও বেশি মাটির ঘর ভেঙে পড়েছে। ক্ষতির সম্মুখীন হয়েছে শতাধিক ভবন ফলে শত শত লোক গৃহহীন হয়ে পড়েছে।


স্থানীয় কর্মকর্তারা বিবিসি উর্দুকে বলেন, অন্তত ১৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেককেই গুরুত্বর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন