বীমা কোম্পানির উদ্যোক্তা ও সাধারণ বিনিয়োগকারী

শেয়ারের তথ্য জানতে চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক

বীমা কোম্পানিগুলোর উদ্যোক্তা জনগণের শেয়ারের পরিমাণ জানতে চেয়ে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের কাছে চিঠি দিয়েছে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সাম্প্রতিক সময়ে বেশকিছু বীমা কোম্পানির পরিচালকদের শেয়ার বিক্রির ঘোষণা দেয়ার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে তথ্য জানতে চেয়েছে সংস্থাটি।

সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো আইডিআরএর চিঠিতে বলা হয়েছে, বীমা আইন, ২০১০-এর ২৯() ধারার তফসিল- অনুসারে, লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা এবং নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ন্যূনতম পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। উভয় ক্ষেত্রে ৬০ শতাংশ উদ্যোক্তাদের বাকি ৪০ শতাংশ জনসাধারণের জন্য উন্মুক্ত। আইডিআরএর নেয়া বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যবস্থাপনা ব্যয় হ্রাসসহ বীমা শিল্পে সুশাসন নিশ্চিত হওয়ায় বীমাকারীর প্রতি সাধারণ জনগণের আস্থা আগের তুলনায় বেড়েছে। ফলে কোম্পানির আয়ও বেড়েছে, যা তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর শেয়ারের বাজারমূল্যে প্রতিফলিত হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে লক্ষ করা গেছে বীমা কোম্পানির পরিচালকরা মূলধনি মুনাফার জন্য শেয়ার বিক্রির ঘোষণা দিচ্ছেন, যা বীমা আইন ২০১০ এবং বীমাকারীর মূলধন শেয়ার ধারণ বিধিমালা ২০১৬ অনুসারে মূলধন সংরক্ষণ ন্যূনতম শেয়ার ধারণের ব্যত্যয়। এমতাবস্থায় বীমা কোম্পানিগুলোর উদ্যোক্তা জনগণের শেয়ারের পরিমাণ আইডিআরএকে অতি দ্রুত অবহিত করতে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন