রিমেক কিং ব্লুপয়েন্ট গেমস অধিগ্রহণ করল সনি

প্লেস্টেশনের জন্য অরিজিনাল গেম নির্মাণের অংশ হিসেবে ব্লুপয়েন্ট গেমস অধিগ্রহণ করেছে জাপানের বহুজাতিক কনগ্লোমারেট প্রতিষ্ঠান সনি। প্লেস্টেশনের জন্য স্টার্লিং রিমেকের জন্য প্রতিষ্ঠানটি বিখ্যাত। অধিগ্রহণে আর্থিক পরিমাণের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটি প্লেস্টেশন প্লাটফর্মের জন্য গেম তৈরি করে যাচ্ছে। প্লেস্টেশন -এর জন্য ডেমনস সোলস গেমটি পুনর্নির্মাণের জন্য সম্প্রতি আলোচনায় এসেছে। এখন পর্যন্ত গেমসটির ১৪ লাখ কপি বিক্রি হয়েছে। ওয়াশিংটন পোস্ট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন