জ্বালানি তেল উত্তোলন ৩% বাড়িয়েছে রাশিয়া

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল কনডেনসেট উত্তোলন এক মাসের ব্যবধানে দশমিক শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে দেশটির মোট উত্তোলন দাঁড়িয়েছে কোটি ৩৮ লাখ ৬০ হাজার টনে। রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সেন্ট্রাল ডিসপাচিং ইউনিট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

বর্তমানে দেশে দেশে নভেল করোনাভাইরাস ভ্যাকসিন কর্মসূচি জোরদার হচ্ছে। লকডাউনসহ নানা বিধিনিষেধ শিথিল করছে দেশগুলোর সরকার। ফলে বিশ্বজুড়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা। ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় উত্তোলন কোটা শিথিল করেছে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। এটি রাশিয়ায় উত্তোলন প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে।

জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া কোটি লাখ ৫০ হাজার টন বা দৈনিক ৯৯ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছিল। সে হিসাবে চলতি বছরের একই মাসে উত্তোলন শতাংশ বেড়েছে।

এদিকে শুধু উত্তোলন নয়, বরং জ্বালানি পণ্যটির রফতানিও বাড়িয়েছে ওপেক প্লাসের নেতৃস্থানীয় দেশ রাশিয়া। আগস্টে দেশটি বিশ্ববাজারে কোটি ৭৬ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে। সেপ্টেম্বরে রফতানি বেড়ে কোটি ৭৮ লাখ ১০ হাজার টনে পৌঁছায়। অর্থাৎ এক মাসের ব্যবধানে রফতানি বেড়েছে শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন