এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

বণিক বার্তা অনলাইন

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এবার শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ। 

আজ বুধবার এ দাবি করে কেসিএনএ জানিয়েছে, সামরিক ব্যবস্থায় উন্নয়নের লক্ষ্যে হাওয়াসং-৮ নামের ক্ষেপণাস্ত্রটি প্রধান শক্তি হিসেবে তাদের বহরে যুক্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছেগতকাল ভোরে পরীক্ষা চালানো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি উচ্চ বায়ুমণ্ডলে শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে আঘাত হানতে পারে। যার গতি ৬ হাজার ২০০ কিলোমিটার (৩ হাজার ৮৫৩ মাইল)। এটি বায়ুমণ্ডলের মধ্যে চলমান অবস্থাতেও গতিপথ পরিবর্তন করতে পারে।

কেসিএনএ এই ক্ষেপণাস্ত্রটিকে কৌশলগত অস্ত্রবলে মন্তব্য করেছে। তারা বলছে, এসব অস্ত্রের বিকাশ উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে তুলছে। নতুন ক্ষেপণাস্ত্রটি গত পাঁচ বছরের সামরিক উন্নয়ন পরিকল্পনায় রাখা পাঁচটি গুরুত্বপূর্ণ নতুন অস্ত্র ব্যবস্থার একটি বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এটি উত্তর কোরিয়ার প্রথম পরীক্ষা, যার মাধ্যমে দেশটির জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রের উক্ষেপণে নৌচলাচল নিয়ন্ত্রণ এবং এর স্থিতিশীলতা নিশ্চিত করেছেন।

এর আগে চলতি মাসের শুরুর দিকে একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল ও জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

এদিকে গত সোমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। ২০১৩ সালের পর যেটি তাদের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ক্ষেপণাস্ত্রটি রেথিওন টেকনোলজিস (আটিএক্স.এন) দ্বারা নির্মিত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন