সিমেন্ট আর্থিক সেবা খাতের শেয়ারে রিটার্ন এসেছে সবচেয়ে বেশি

নিজস্ব প্রতিবেদক

গতকাল পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা লক্ষ করা গেছে। অবশ্য অনেকে বিক্রি করে মুনাফাও তুলে নিয়েছেন। তবে ক্রয়চাপ বেশি থাকায় দিনশেষে ৪৫ পয়েন্টের বেশি উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে। এদিন ওষুধ, বস্ত্র প্রকৌশল খাতের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। অন্যদিকে সিমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান সেবা খাতের শেয়ারে রিটার্ন এসেছে সবচেয়ে বেশি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। এর কিছু সময় পর সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়। এরপর আবার উত্থান পতনের মাধ্যমে দিনশেষে উত্থান অবস্থায় লেনদেন শেষ হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে হাজার ২৯৭ দশমিক ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ২৫১ দশমিক ৭১ পয়েন্টে। এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে দশমিক ৫১ পয়েন্ট বেড়ে হাজার ৫৮৫ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৫৭৮ দশমিক ৭৬ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৫ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে গতকাল হাজার ৬৯১ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন