সাউথ বাংলা ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা

নিজস্ব প্রতিবেদক

তুমুল বিতর্কের মুখে  এসএম আমজাদ হোসেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়েছেন। চতুর্থ প্রজন্মের ব্যাংকটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন থার্মেক্স গ্রুপের কর্ণধার আবদুল কাদির মোল্লা। গতকাল এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ১২৬তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান হন। আবদুল কাদির মোল্লা ব্যাংকটির প্রতিষ্ঠালগ্ন থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন।

চেয়ারম্যান পদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদেও পরিবর্তন এসেছে এসবিএসি ব্যাংকে। ব্যাংকটির নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উদ্যোক্তা পরিচালক এজেডএম শফিউদ্দিন (শামীম) এছাড়া একজন পরিচালক এক বছরের বেশি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে এসবিএসি ব্যাংক পর্ষদ। তবে পর্ষদ চাইলে যেকোনো চেয়ারম্যানের মেয়াদ দুই বছর পর্যন্ত বর্ধিত করতে পারবে। সভায় আগামী নয় মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যান পদে কারা কারা দায়িত্ব পালন করবেন, সে বিষয়েও একটি তালিকা অনুমোদন করা হয়েছে।

এসবিএসি ব্যাংকের পর্ষদ সূত্র জানায়, অব্যবস্থাপনা অনিয়ম-দুর্নীতির ফলে এসবিএসি ব্যাংকের ভিত দুর্বল হয়ে পড়েছে। এজন্য ব্যাংকটির প্রতিটি বিভাগ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। চেয়ারম্যান পদে একই ব্যক্তি যাতে চিরস্থায়ী বন্দোবস্ত না পেয়ে যান, তার জন্য প্রতি চেয়ারম্যানের মেয়াদ শেষে নতুন কাউকে পদে চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবদুল কাদির মোল্লার মেয়াদ শেষ হওয়ার পর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন এজেডএম শফিউদ্দিন (শামীম) এরপর ধারাবাহিকভাবে চেয়ারম্যান হবেন ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান, বেগম সুফিয়া আমজাদ, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ নেওয়াজ, আনোয়ার হোসেন হাফিজুর রহমান বাবু। তারা প্রত্যেকে এসবিএসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন।

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা পোশাক বস্ত্র খাতের নেতৃস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক। শতভাগ রফতানিমুখী শিল্প গ্রুপে থার্মেক্স টেক্সটাইল মিলস্, থার্মেক্স স্পিনিং, থার্মেক্স নিট ইয়ার্ন, থার্মেক্স ইয়ার্ন ডাইং, থার্মেক্স ওভেন ডাইং, আদুরী অ্যাপারেলস, আদুরী নিট কম্পোজিটসহ ১৬টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। আবদুল কাদির মোল্লা বাংলাদেশ সরকারের সিআইপি (রফতানি) মর্যাদা এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর বাহাদুর পরিবারের সম্মাননা পান। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি মজিদ মোল্লা ফাউন্ডেশনের অধীনে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস, আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল পাঁচকান্দি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজসেবা, ধর্মীয় স্বাস্থ্যসেবায় শিল্প উদ্যোক্তার অবদান রয়েছে।

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব নেয়ার পর আবদুল কাদির মোল্লা বণিক বার্তাকে বলেন, চেয়ারম্যান হিসেবে আমার প্রথম দায়িত্ব হবে এসবিএসি ব্যাংককে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া। ব্যাংকের প্রতি আমানতকারীসহ গ্রাহকদের আস্থা দৃঢ় করার প্রয়োজনীয় উদ্যোগও দ্রুততম সময়ের মধ্যে নেয়া হবে। সুষ্ঠুভাবে ব্যাংক পরিচালনায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শতভাগ স্বাধীনতা পাবে। পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে আমরা দিকনির্দেশনা দিয়ে সহায়তা করব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন