সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে

ওষুধ বস্ত্র প্রকৌশল জ্বালানি খাতের লেনদেন ১১০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান প্রধান মূল্যসূচক গতকাল  কমেছে। তবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। গতকাল ডিএসইতে মোট লেনদেনের ৫১ শতাংশ হয়েছে ওষুধ রসায়ন, বস্ত্র, প্রকৌশল এবং জ্বালানি বিদ্যুৎ খাতে। সে হিসাবে গতকাল আলোচ্য চার খাতে হাজার ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এদিকে গতকাল পতনের সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। এর কিছু সময় পর সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়। এরপর আবার উত্থান পতনের মাধ্যমে দিনশেষে পতন অবস্থায় লেনদেন শেষ হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৪৫ পয়েন্ট কমে হাজার ২৩৭ দশমিক ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ২৫০ দশমিক ৬০ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, আইএফআইসি ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।

এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে দশমিক ৪৬ পয়েন্ট কমে হাজার ৫৭৪ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৫৮১ দশমিক শূন্য পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে দশমিক ৯৪ পয়েন্ট কমে গতকাল হাজার ৬৬৫ দশমিক ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবস শেষে যা ছিল হাজার ৬৭৩ দশমিক ৫৫ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ২৫৭ কোটি ২৯ লাখ ৩৭ হাজার টাকা। যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ৮৫২ কোটি ৪২ লাখ ৯০ হাজার। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১১৩টির, কমেছে ২৩০টির আর অপরিবর্তিত ছিল ৩৩টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ১৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৫০ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১০ দশমিক ১১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। দশমিক ৪৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল জ্বালানি বিদ্যুৎ খাত আর দশমিক ৮৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে আর্থিক খাত।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং লিমিটেড, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল লিমিটেড এসএস স্টিল লিমিটেড।

গতকাল এক্সচেঞ্জটিতে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কের দশমিক ৯২ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের দশমিক ৯০ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের দশমিক ৭৬ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের দশমিক ৬২ শতাংশ, জাহিন স্পিনিংয়ের দশমিক ৫২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের দশমিক ১৯ শতাংশ, সিলভা ফার্মার দশমিক ৭৭ শতাংশ, ওরিয়ন ফার্মার দশমিক ৭৬ শতাংশ, নিউ লাইন ক্লদিংসের দশমিক ৬২ শতাংশ ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর দশমিক ১৪ শতাংশ বেড়েছে। গতকাল এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের দশমিক ৬৩ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের দশমিক ৮৪, তমিজউদ্দিন টেক্সটাইলের দশমিক ২৫, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দশমিক ৭৯, দেশ গার্মেন্টসের দশমিক শূন্য , প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দশমিক ৯৮, এএমসিএল প্রাণের দশমিক ৯১, মেঘনা কনডেন্সড মিল্কের দশমিক ৭৪, কে অ্যান্ড কিউয়ের দশমিক ৪৭ এএফসি এগ্রোর শেয়ারদর দশমিক ৪৪ শতাংশ কমেছে।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১০ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১২ হাজার ৬৭৬ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৬৮৭ দশমিক ২১ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৭২টির আর অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৯৫ কোটি ২৩ লাখ ৬১ হাজার ২২১ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫০ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৪৮৯ টাকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন