মাইক্রোসফট ক্লাউড সলিউশন

ব্যবসায় নিরবচ্ছিন্নতা আনতে কাজ করছে ইজেনারেশন

ক্লাউড সেবার মাধ্যমে ব্যবসাকে অব্যাহত রাখার কৌশল শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে ইজেনারেশন মাইক্রোসফট। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে যৌথ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিরাপত্তা ঝুঁকি থেকে কীভাবে ব্যাকআপ ডিজাস্টার রিকভারি সলিউশন দ্রুত ব্যবসাকে চলমান রাখতে সহায়তা করে সেসব বিষয়ে আলোচনা করা হয়, যা যেকোনো ধরনের প্রতিকূলতা এমনকি ব্যবসা বিফলের আশঙ্কাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষমতা প্রদান করে। দেশের বৃহত্তম বহুমাত্রিক প্রতিষ্ঠান এবং সরকারের নীতিনির্ধারক ব্যক্তিরা গোলটেবিল বৈঠকে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইজেনারেশন লিমিটেডের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম। মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ ফারুক ইজেনারেশনের অবকাঠামো সলিউশন বিভাগের প্রধান মো. আরিফুল ইসলাম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইজেনারেশনের অপারেশনস সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাকের প্রধান তথ্য কর্মকর্তা ওয়াহিদ সাদাত চৌধুরী এবং বসুন্ধরা গ্রুপের প্রধান তথ্য কর্মকর্তা সিফাত জাহান নূর, ডিবিএল গ্রুপের চিফ ইনফরমেশন অফিসার খন্দকার জাহিদুল আলম, পেপারফ্লাইয়ের চিফ ইনফরমেশন অফিসার শাহরিয়ার একরাম, আমীন মোহাম্মদ গ্রুপের হেড অব আইটি মো. শামীম রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন