সারা দেশে ২২১, ঢাকাতেই ১৬৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

বণিক বার্তা অনলাইন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ২২১ জন ডেঙ্গুজনিত রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধু ঢাকাতেই ভর্তি হয়েছেন ১৬৪ জন। ঢাকার বাইরে এ সংখ্যা ৫৭।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে  ১ হাজার ৯৯ জন রোগী ভর্তি আছেন। ঢাকার ৪৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৮০ জন রোগী। অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ২১৯ জন।

গত জানুয়ারি থেকে আজ অবদি ১৭ হাজার ১১৫ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৫৭ জন। মারা গেছেন ৫৯ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন