সুন্দরবনে বিষ দিয়ে মাছ আহরণ, আটক ৩

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

সুন্দরবনে বিষ দিয়ে মাছ আহরণের সময় ট্রলারসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার দিনগত রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি এলাকা থেকে বনরক্ষীরা তাদের আটক করে। এসময় অসাদু জেলেদের ব্যবহৃত ট্রলার ও বিষযুক্ত ২০ কেজি মাছ জব্দ করা হয়। 

এ ঘটনায় আটককৃতরা হলেন, সাজেদুল (৩০), রিপন (৩২) ও জাফর (২৮)। তাদের সবার বাড়ি শরণখোলার চালিতাবুনিয়া গ্রামে। 

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ সামসুল আরেফিন।

তিনি বলেন, বিষ দিয়ে মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর সাথে অভায়রন্য এলাকায় মাছ ধরার অপরাধে ১৮ জেলেসহ ৬টি নৌকা আটক করা হয়েছে। অপরাধ শিকার করায় একলক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করে এই জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন