নাবিল গ্রুপের সিওও হলেন অনুপ কুমার সাহা

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম বৃহৎ কৃষিপণ্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে যোগ দিয়েছেন অনুপ কুমার সাহা। এর আগে তিনি এসিআই কনজিউমার ব্র্যান্ডসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ১৫ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেছেন। এসিআই গ্রুপে বেশ কয়েকটি সফল ব্যবসা ব্র্যান্ডস তৈরির রূপকার হিসেবে কাজ করেছেন। ইজাব গ্রুপে জেনারেল ম্যানেজার হিসেবে সাত বছর এবং র্যাংস ইলেকট্রনিকসের সনি ব্র্যান্ডে তিন বছর দায়িত্ব পালন করেছেন।

২০০৬ সালে প্রতিষ্ঠিত নাবিল গ্রুপে দেড় হাজারের বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। এছাড়া শিল্পের ওপর নির্ভর করে আরো প্রায় পাঁচ হাজার মানুষের জীবন-জীবিকা নির্বাহ করছে। অ্যারোমেটিক মিনিকেট চাল ছাড়াও ময়দা, পশুখাদ্য বিপণনে বেশ সুনাম রয়েছে নাবিল গ্রুপের। রাজশাহীকে কেন্দ্র করে গড়ে ওঠা নাবিল গ্রুপে আন্তর্জাতিক মানের দুটি রাইস মিল, দুটি  ফ্লাওয়ার মিল, দুটি ফিড মিল, ডাল প্রক্রিয়াজাত মিল, পোলট্রি ফার্ম, ক্যাটল ফার্ম, ডেইরি ফার্ম, কোল্ডস্টোরেজ, আবাসন, আন্তর্জাতিক কমোডিটি ট্রেডিংসহ কৃষি খাদ্যপণ্য প্রক্রিয়াকরণের ব্যবসায় নিয়োজিত রয়েছে নাবিল গ্রুপ।

নতুন দায়িত্বের বিষয়ে অনুপ কুমার সাহা বণিক বার্তাকে বলেন, শনিবার (আজ) নতুন দায়িত্ব গ্রহণ করছি। সবার সহযোগিতা নিয়ে খাদ্যপণ্য বিশেষ করে চাল গম ছাড়াও অন্যান্য পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোগ নেব। আমাদের পণ্য গুণগত মানে সেরা হিসেবে ভোক্তাদের কাছে পৌঁছানোর চেষ্টা থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন