বাংলাদেশে বিনিয়োগে মার্কিনদের প্রতি বিজিএমইএ সভাপতির আহ্বান

মার্কিন ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সময় বাংলাদেশের আকর্ষণীয় বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে আহ্বান জানান তিনি।

ইউএস চেম্বার অব কমার্সের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের ৩০ জনেরও বেশি সিনিয়র এক্সিকিউটিভ নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেভরনের সহসভাপতি (বিজনেস ডেভেলপমেন্ট) কাউন্সিলের পরিচালনা পর্ষদের সভাপতি জে আর, প্রায়র ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ইউএস চেম্বার অব কমার্সের সাউথ এশিয়া, ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড গ্লোবাল ইনিশিয়েটিভসের সিনিয়র সহসভাপতি নিশা বিসওয়াল। সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন