চলতি গ্রীষ্মে রেকর্ড শস্য উৎপাদনের পূর্বাভাস ভারতের

বণিক বার্তা ডেস্ক

চলতি গ্রীষ্ম মৌসুমে রেকর্ড পরিমাণ শস্য উৎপাদনের আশা করছে ভারতীয় কৃষি খাত। মৌসুমে ভারতে উৎপাদিত মোট শস্যের পরিমাণ দাঁড়াতে পারে ১৫ কোটি লাখ টন। সময় দেশটিতে ধানের উৎপাদন আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি ভারতের কৃষি মন্ত্রণালয় এমনটা জানায়। খবর বিজনেস রেকর্ডার।

২০২০-২১ শস্যবর্ষের গ্রীষ্ম মৌসুমে চাল, ডাল মোটা শস্যের মোট উৎপাদনের পরিমাণ রেকর্ড ১৪ কোটি ৯৬ লাখ টন দাঁয়িয়েছিল। চলতি মৌসুমে ধান, আখ তুলার উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। অন্যদিকে সময়ে মোটা শস্য তেলবীজের উৎপাদন কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২০২১-২২ শস্যবর্ষের গ্রীষ্ম মৌসুমে ডাল উৎপাদন বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে ৯৫ লাখ টনে। পূর্ববর্তী বর্ষে শস্যটির মোট উৎপাদনের পরিমাণ ছিল ৮৭ লাখ টন। অন্যদিকে চলতি বর্ষের গ্রীষ্ম মৌসুমে মোটা শস্যের উৎপাদন কমে দাঁড়াতে পারে কোটি ৪০ লাখ টন, যা গত বছরে ছিল কোটি ৬৫ লাখ টন পরিমাণ। মোটা শস্যের মধ্যে ভুট্টার উৎপাদন কমে দাঁড়াতে পারে কোটি ১২ লাখ টন, গত মৌসুমে ভুট্টা উৎপাদনের পরিমাণ ছিল কোটি ১৪ লাখ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন