হল মালিকের আগ্রহেই আবার মুক্তি পেল ‘ঊনপঞ্চাশ বাতাস’

ফিচার প্রতিবেদক

সুগন্ধা নিসেমা হলের সামনে দর্শকদের সঙ্গে পরিচালক ও অভিনেতা

নন্দিত নাটক চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ঊনপঞ্চাশ বাতাস। গত বছরের ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। করোনার প্রকোপ বাড়ায় দর্শকের আগ্রহ থাকা সত্ত্বেও হল থেকে নামিয়ে ফেলতে হয়। আর তাই করোনার পরিস্থিতি কমায় নতুন করে হলে মুক্তি পেয়েছে ঊনপঞ্চাশ বাতাস। গতকাল থেকে চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে মুক্তি দেয়া হয়। হল মালিক পরিচালক সূত্রে জানা গেছে ছবিটি ঘিরে চট্টগ্রামের দর্শকের মধ্যে দেখা দিয়েছে তুমুল আগ্রহ। শুক্রবার দুপুরে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বণিক বার্তাকে বলেন, আমি এখন চট্টগ্রামে আছি। সুগন্ধা সিনেমা হলের মালিক শাহাদাত ভাই জানিয়েছেন, সিনেমাটি ঘিরে এখানকার দর্শকদের পক্ষ থেকে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। সিনেমাটি আবার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, শাহাদাত ভাইয়ের আগ্রহের ফলেই সিনেমাটি আবার মুক্তি পাচ্ছে। তিনি খুব যত্ন নিয়ে সিনেমাটির প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। দেশের অন্যান্য হলে মুক্তি পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, হল মালিকরা যদি আগ্রহ দেখান তাহলে অবশ্যই মুক্তি পাবে। 

নন্দিত নির্মাতা বলেন, করোনার মধ্যে দুই থেকে তিন মাসের মতো সিনেমা হলে চালাতে পেরেছি। পরে করোনার প্রকোপ বাড়তে থাকে। বাধ্য হয়েই সিনেমাটা নামিয়ে ফেলতে হয়। আমরা মনে করছি, এবার সব শ্রেণীর দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাবে। তিনি আরো বলেন, ঊনপঞ্চাশ বাতাস সিনেমাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান টার্গেট করেই নির্মাণ করা হয়েছিল। সে সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেশির ভাগ শিক্ষার্থীই গ্রামে বা ঢাকার বাইরে ছিলেন। আমরা বিশ্ববিদ্যালয় খোলার জন্য অপেক্ষায় ছিলাম। এখন সব ক্যাম্পাস খুলে দেবে। ইচ্ছা আছে নিয়ম মেনে প্রতিটি ক্যাম্পাসে সিনেমাটির বিকল্প প্রদর্শনী করার। এর বাইরে হলে চাইলে আবার হলে চালানো হবে। এছাড়া শিগগির সিনেমাটা নর্থ আমেরিকায় বাণিজ্যিকভাবে মুক্তি পাবে বলে জানান তিনি। ঊনপঞ্চাশ বাতাস ছবিতে ইমতিয়াজ বর্ষণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শার্লিন ফারজানা। ছবিটি এর আগে জিতে নিয়েছে আন্তর্জাতিক পুরস্কার। ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরামা বিভাগে সেরা চলচ্চিত্র (জুরি) পুরস্কার জেতে মাসুদ হাসান উজ্জ্বলের ঊনপঞ্চাশ বাতাস।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন