দিল্লিতে আদালতের ভেতরে গোলাগুলিতে ৩ জনের মৃত্যু

বণিক বার্তা অনলাইন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আদালত ভবনের ভেতরে গোলাগুলির ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন গ্যাংস্টারও রয়েছে

আজ শুক্রবার দুপুরে উত্তর দিল্লির রোহিনি এলাকায় অবস্থিত একটি আদালতের ভেতরে গোলাগুলি শুরু হয় দুপক্ষের গোলাগুলির সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে শুরু হয় লোকজনের ছুটোছুটি পরে দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি চালায় দিল্লি পুলিশ এতে অন্তত জনের মৃত্যু হয়েছে আনন্দবাজার জানিয়েছে, নিহতদের মধ্যে সন্ত্রাসী হিসাবে পরিচিত জিতেন্দ্র গোগী রয়েছে এছাড়া গোলাগুলির ঘটনায় একজন নারী আইনজীবীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন

এনডিটিভি বলছে, ধারণা করা হচ্ছে হামলাকারীদের গুলিতে জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে পরে হামলাকারীদের উদ্দেশ্যে চালানো পুলিশের গুলিতে মারা গেছে দুই সন্ত্রাসী

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্তানা এনডিটিভিকে জানান, আদালতের ভেতরেই গোগীকে উদ্দেশ্য করে গুলি চালায় আইনজীবীর পোশাকে আসা সন্ত্রাসীরা পরে পুলিশের পাল্টা গুলিতে দু সন্ত্রাসীর মৃত্যু হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন