বিশ্ব আর্চারি চ্যাম্পিয়ানশিপ

ছেলেদের রিকার্ভে প্রথম রাউন্ডেই বিদায় রোমান সানার

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা সিটির ইয়াঙ্কটন শহরে বসেছে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়ানশিপের এবারের আসর এতে বাংলাদেশের আর্চার রোমান সানাকে ঘিরে দেখাভালোকিছুর স্বপ্ন, হতাশায় পরিণত হয়েছে 

ছেলেদের রিকার্ভের এককে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রোমান সানা ইতালির ফেদেরিকো মুসোলেসির কাছে - সেট পয়েন্টে হেরে গেছেন বাংলাদেশের আর্চার প্রথম সেটেই ২৫-২৭ ব্যবধানে হেরে যান রোমান সানা পরে আর ঘুরে দাঁড়াতে পারেননি দ্বিতীয় সেটে ২৮-২৬ এবং তৃতীয় সেটে পরাজিত হন ২৯-২৬ সেট ব্যবধানে

প্রতিযোগিতায় র্যাংকিং রাউন্ডে হাকিম আহমেদ রুবেল কিছুটা ভালো করলেও বাদ পড়েছেন তৃতীয় রাউন্ডে এছাড়া আরেক আর্চার রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে জিতলেও পরের রাউন্ডে হেরে বাদ পড়ে গেছেন মেয়েদের একক রিকার্ভেও নেই সুখবর বিউটি রায় বাদ পড়েছেন প্রথম রাউন্ডেই

২০১৯ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়ানশিপের সেমিফাইনালে উঠেন রোমান সানা হেরে ব্রোঞ্জ পদকে তুষ্ট থাকতে হলেও প্রথমবারের মত পদক পায় বাংলাদেশ সে সঙ্গে টোকিও অলিম্পিকে পান সরাসরি অংশগ্রহণের সুযোগ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন