মৃত্যু ও শনাক্ত চার মাসের মধ্যে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক

দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমণ, শনাক্ত মৃত্যুর দৈনিক সংখ্যা আরো কমে এসেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। সময় আরো হাজার ১৪৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। মৃত আক্রান্তের সংখ্যা গত চার মাসের মধ্যে সবচেয়ে কম। দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গতকাল বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের করোনাবিষয়ক তথ্য বলছে, গতকালের চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত ২৯ মে। সেদিন হাজার ৪৩ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর অতি সংক্রামক ধরন ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশে শনাক্ত মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। জুলাইয়ে একদিনে শনাক্ত ১৬ হাজার ছাড়িয়ে যায়। এছাড়া গতকালের চেয়ে কম রোগী মারা যায় গত ২৭ মে। সেদিন ২২ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রায় ২৫ হাজার ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় সাড়ে ৯৫ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন। আর মারা গেছে ২৭ হাজার ৩৩৭ জন।

সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার দশমিক ৬১ শতাংশ। দেশে সাড়ে ছয় মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কভিড রোগীর হার গত মঙ্গলবার শতাংশের নিচে নেমে আসে। সর্বশেষ আক্রান্তদের মধ্যে ৭৬৬ জন ঢাকা বিভাগের। এদিন মৃত ২৪ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জন ঢাকা বিভাগের। গতকাল আরো হাজার ৬৫৩ জন করোনা রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা ১৫ লাখ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে।

গত ৩১ আগস্ট দেশে করোনা শনাক্তের সংখ্যা ১৫ লাখ অতিক্রম করে। এর আগে ২৮ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন রোগী শনাক্ত হয়। গত ১৪ সেপ্টেম্বর মৃত্যুর সংখ্যা ২৭ হাজার অতিক্রম করে। এর মধ্যে ১০ আগস্ট দুইদিনই সর্বোচ্চ ২৬৪ জন করে করোনা রোগীর মৃত্যু হয়। গত মাসের মাঝামাঝি থেকে মৃত্যু শনাক্তের সংখ্যা কিছুটা কমে এসেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন