ফাইজারের আরো ৭১ লাখ টিকার প্রতিশ্রুতি পেয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাধ্যমে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় আরো ৭১ লাখ ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা পাচ্ছে বাংলাদেশ। গতকাল দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের এক অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, আমরা কোভ্যাক্স থেকে টিকা পাচ্ছি। এর মধ্যে বিভিন্ন টিকা পেয়েছি। ফাইজারের ৬০ লাখ ডোজ টিকার মধ্যে এরই মধ্যে ১০ লাখ টিকা বাংলাদেশ পেয়েছে। ৬০ লাখের বাইরে ফাইজারের আরো ৭১ লাখ ডোজ টিকা পাব, এমন আশ্বাস পেয়েছি।

স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, বিভিন্ন জেলার সিভিল সার্জন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে বিদেশী বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন