সংসদীয় কমিটির তলবের মুখে তাসনীম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমে প্রবাসী আয় নিয়ে সাক্ষাত্কার দিয়ে সংসদীয় কমিটির তলবের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক তাসনীম সিদ্দিকী। তিনি একই সঙ্গে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) নামক একটি এনজিওর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও। তাকে তলব নিয়ে সংসদীয় কমিটির ভেতরেই বিরোধিতা করেছেন বিরোধী দলের এক সংসদ সদস্য। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নিয়ে আলোচনা হয়।

গত ফেব্রুয়ারি একটি দৈনিকে তাসনীম সিদ্দিকীর একটি সাক্ষাত্কার প্রকাশ হয়। সাক্ষাত্কারের বিষয়ে সংসদীয় কমিটির বৈঠকে তাকে তলব করা হয়। বৈঠকে বলা হয়, সাক্ষাত্কারটি নেতিবাচক। বৈঠকে তাসনীম সিদ্দিকী তার ওই সাক্ষত্কারের বিষয়ে ব্যাখ্যা দেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এর বেশি কোনো কথা বলতে তিনি রাজি হননি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন