বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর

চলতি বছরেই উৎপাদনে যেতে পারে বেশকিছু কারখানা

বণিক বার্তা প্রতিনিধি, মিরসরাই

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্যাস, পানি, বিদ্যুৎসহ সব ধরনের ইউটিলিটি সেবা নিশ্চিত করা হচ্ছে। এরই মধ্যে বিনিয়োগ করেছে দেশী-বিদেশী অনেক শিল্পপ্রতিষ্ঠান।

চলতি বছরেই শিল্পনগরে প্রতিষ্ঠিত বেশকিছু কারখানা উৎপাদনেও যেতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। শিল্পনগর পরিদর্শনে গিয়ে গতকাল এমন আশাবাদ প্রকাশ করে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব . আহমদ কায়কাউস।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে সফর করেন পরিদর্শন দল। এতে অন্যদের মধ্যে ছিলেন বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা উন্নয়ন) অতিরিক্ত সচিব মোহাম্মদ ইরফান শরীফ, নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) অতিরিক্ত সচিব আলী আহসান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক, মহাব্যবস্থাপক (প্রশাসন অর্থ) যুগ্ম সচিব মোহাম্মদ হাসান আরিফ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, চট্টগ্রামের জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানসহ বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে বড়তাকিয়া (আবুতোরাব) থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কের উন্নয়ন কাজ, ১৫০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট নির্মাণকাজ, বৈদ্যুতিক গ্রিড সাবস্টেশন, পানির সরবরাহ স্থাপনা, গ্যাস সরবরাহ স্থাপনা এবং বেজার প্রশাসনিক ভবন সরেজমিনে ঘুরে দেখে প্রতিনিধি দলটি। এছাড়া শিল্পনগরে নির্মাণাধীন বেশকিছু কারখানা পরিদর্শন করেন তারা।

সময় মুখ্য সচিব শেখ হাসিনা সরোবরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে আম্রপালি জাতের একটি আম গাছের চারা রোপণ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন