রূপালী লাইফের লেনদেন চালু রোববার

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন আগামী রোববার চালু হবে। ডিএসই সূত্রে তথ্য জানা যায়।

তথ্যমতে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য নির্ধারিত রেকর্ড ডেটের কারণে গতকাল লেনদেন বন্ধ ছিল। এরপর পুনরায় কোম্পানিটির লেনদেন রোববার চালু হয়েছে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ ২০২০ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষণাকৃত লভ্যাংশের মধ্যে ১৩ শতাংশ নগদ শতাংশ বোনাস। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির জীবন বীমা তহবিল কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা, যা আগের বছরের একই সময় ৫২ লাখ ৭০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৪৭৬ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির জীবন বীমা তহবিল ৫৫ লাখ ১০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছরের একই সময় কোটি লাখ ৫০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৪৮৪ কোটি লাখ ৯০ হাজার টাকা।

এদিকে চলতি হিসাব বছরের ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির জীবন বীমা তহবিল কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছরের একই সময় কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৪৮৩ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন