কিউআই ওয়্যারলেস চার্জিং সুবিধাসহ এইচপির নতুন ডেস্কটপ

এনভি লাইনআপের অংশ হিসেবে বাজারে নতুন স্বতন্ত্র অল-ইন ওয়ান ডেস্কটপ নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি। এইচপি এনভি ৩৪ ইঞ্চি অল-ইন-ওয়ান ডেস্কটপ পিসি নামে এটি বাজারে পাওয়া যাবে। কম্পিউটারের বাকি সব যন্ত্রাংশ এর বিশাল আকৃতির ডিসপ্লে প্যাকিং ফ্রেমের ভেতর স্থাপন করা হয়েছে।

নতুন এনভি অল-ইন-ওয়ান ডেস্কটপে ৩৪ ইঞ্চির আল্ট্রাওয়াইড আইপিএস ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ৫১২০X২১৬০ পিক্সেল আসপেক্ট রেশিও ২১:৯। এতে ৫কে ওয়াইডস্ক্রিন হেল্প ফিচারও রয়েছে। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিটস পিক।

এইচপির অল-ইন-ওয়ান ডেস্কটপে ইন্টেলের ১১তম প্রজন্মের কোর আই প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে এতে এনভিডিয়ার আরটিএক্স ৩০৮০ গ্রাফিক্স কার্ড দেয়া হয়েছে। ডেস্কটপে চারটি র‌্যাম স্লট রয়েছে। এর মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানো যাবে। এছাড়াও এতে দুটি এম পয়েন্ট এসএসডি স্লট রয়েছে। ফলে স্টোরেজের পরিমাণ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

কম্পিউটারে আরো বেশকিছু ফিচার রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ১৬ মেগাপিক্সেলের ওয়েবক্যাম। ওয়েবক্যাম চুম্বকের মাধ্যমে ডেস্কটপের সঙ্গে যুক্ত থাকে এবং ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী যেকোনো অ্যাঙ্গেলে এটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও অল-ইন-ওয়ান ডেস্কটপের বেজে ১৫ ওয়াটের বিল্ট ইন কিউআই ওয়্যারলেস চার্জার রয়েছে। এর মাধ্যমে সহজেই ওয়্যারলেস চার্জিং সুবিধাযুক্ত যেকোনো মোবাইল অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে।

এনভি ৩৪ ইঞ্চি অল-ইন-ওয়ান ডেস্কটপে দুটি থান্ডারবোল্ট পোর্ট ছয়টি ইউএসবি পোর্ট একটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট দশমিক মিলিমিটারের অডিও পোর্ট রয়েছে। ডেস্কটপটিতে ব্যাং ওলুফসেনের বিল্ট ইন অডিও সিস্টেমও রয়েছে বলে জানা গেছে।

আগামী সপ্তাহ থেকে বাজারে নতুন ডেস্কটপের বাজারজাত শুরু হবে। এর মূল্য হাজার ৯৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।

গিজমোচায়না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন