তুরস্কের ইস্পাত রফতানি ২ হাজার কোটি ডলার ছাড়াবে

বণিক বার্তা ডেস্ক

রফতানি বাজারে বৈচিত্র্যের কারণে তুরস্কের ইস্পাত শিল্প সম্প্রসারিত হচ্ছে। চলতি বছর দেশটির ইস্পাত রফতানি হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। টার্কিস স্টিল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আদনান আসলান এক বৈঠকে তথ্য জানিয়েছে। খবর স্টিলঅরবিস।

আদনান আসলানের দেয়া তথ্য অনুযায়ী, বছরের প্রথম আট মাসে তুরস্ক সবমিলিয়ে হাজার ৩২০ কোটি ডলারের ইস্পাত রফতানি করে। গত বছর রফতানি করা হয়েছিল হাজার ২৬০ কোটি ডলারের ইস্পাত। মূল্যমানের দিক থেকে রফতানি বাড়লেও পরিমাণের দিক থেকে তুরস্কের ইস্পাত রফতানি কমেছে। জানুয়ারি-আগস্ট পর্যন্ত দেশটি কোটি ৫৩ লাখ টন ইস্পাত রফতানি করতে সক্ষম হয়। গত বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল কোটি লাখ টন।

খাতসংশ্লিষ্টরা জানান, চলতি বছর তুরস্কের ইস্পাত রফতানি রেকর্ড পর্যায়ে পৌঁছবে। বছর শেষে রফতানির পরিমাণ দাঁড়াবে কোটি ৩০ থেকে কোটি ৪০ লাখ টনে। রফতানি থেকে আয় আসবে হাজার থেকে হাজার ২০ কোটি ডলার পর্যন্ত। তুরস্কের রফতানি খাতে ইস্পাত শিল্পের অবস্থান চতুর্থ। দেশটির নীতিনির্ধারকরা চলতি মাসের মধ্যে খাতকে শীর্ষ অবস্থানে নিয়ে আসতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন