খাদ্যশস্যের মজুদ সক্ষমতা বাড়িয়েছে সৌদি আরব

বণিক বার্তা ডেস্ক

খাদ্যশস্যের মজুদ সক্ষমতা বাড়িয়েছে সৌদি আরব। দেশটির মজুদ অবকাঠামোয় নতুন করে দুটি সাইলো (মজুদাগার) যুক্ত হয়েছে। ফলে খাদ্যশস্যের কৌশলগত মজুদ সক্ষমতা ৩৭ শতাংশ বেড়েছে। খবর আরব নিউজ।

সৌদি আরবের খাদ্যশস্য সংস্থা (এসএজিও) ইয়ানবু সাইলো প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ করেছে। প্রকল্পটির লাখ ২০ হাজার টন খাদ্যশস্য মজুদ সক্ষমতা রয়েছে। সমপরিমাণ সক্ষমতার আরেকটি প্রকল্প শুরু করা হবে দুবা বন্দরে। এসএজিওর গভর্নর আহমেদ আল ফারিস তথ্য নিশ্চিত করেছেন।

আল ফারিস বলেন, ২০১৫-২১ সালের মধ্যে সৌদি আরবে খাদ্যশস্যের কৌশলগত মজুদ নয় লাখ টন করে বেড়েছে। সময়ের মধ্যে মজুদ ৩৪ লাখ টনে দাঁড়িয়েছে।

এসএজিওর প্রধান আরো বলেন, সৌদি আরব এরই মধ্যে বিভিন্ন খাদ্যপণ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। এর মধ্যে অন্যতম হলো দুধ, ডিম, খেজুর সাদা ভুট্টা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন